Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, এই পুলিশ আজকে রাস্ট্রের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছে। অথচ এক বছর আগের কথা একবার চিন্তা করুন এই পুলিশ সাক্ষাৎ জমের ভুমিকায় ছিল। কিভাবে বিএনপির মিছিলে নির্বিচারে গুলি করেছে। টিয়ার শেল নিক্ষেপ করেছে। ব্যানার কেড়ে নিয়েছে। এটা কোন দিন ভুলে যাওয়া যাবে না। পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা পুলিশকে রাস্ট্রের পুলিশ হিসেবে দেখতে চাই। আগামীতে যদি বিএনপি রাস্ট্র ক্ষমতায় যায় তাহলে বিএনপির পুলিশ আমরা এই পুলিশ কে বানাবো না। পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক। পুলিশ একটি দলের কর্মী হতে পারে না।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌলভীবাজার-১ জুড়ী-বড়লেখা আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল মুকিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শওকতুল ইসলাম শকু সহ অনেকেই। এদিকে দীর্ঘদিন পর জুড়ী উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।