আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে ৮১০ বুথ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে ৮১০ বুথ

Oplus_16908288

Sharing is caring!

Manual1 Ad Code
নিজস্ব প্রকিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা চলবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, প্রতি ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভোটদান শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যে কেন্দ্র ও বুথভিত্তিক দায়িত্ব বণ্টনও চূড়ান্ত হয়েছে।
ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট অনুষ্ঠিত হবে।
ভোট কেন্দ্র গুলো হচ্ছে….
১. কার্জন হল ২. শারীরিক শিক্ষা কেন্দ্র ৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ৫. সিনেট ভবন ৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ৭. ভূতত্ত্ব বিভাগ ৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার এবং শিক্ষক-কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
কেবল রোকেয়া হলের ভোট হবে ছাত্র-শিক্ষক কেন্দ্রে, আর শামসুন নাহার হলের ভোট অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
 একইভাবে অন্যান্য হলগুলোকেও ভিন্ন কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে শতাধিক শিক্ষক ও কর্মকর্তা ভোট পরিচালনায় যুক্ত থাকবেন। কমিশন আশা করছে, পরিকল্পনা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হলে বিকেল ৪টার মধ্যেই ভোটগ্রহণ শেষ করা যাবে।
Manual1 Ad Code
Manual5 Ad Code