আজ মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিআরডিবি’র ভাইস-চেয়ারম্যান আটক 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:১১ অপরাহ্ণ
কুলাউড়ায় বিআরডিবি’র ভাইস-চেয়ারম্যান আটক 

Sharing is caring!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) ভাইস-চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মো: কামাল হোসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে।
রোববার (৭ই সেপ্টেম্বর) রাতে কামালকে বাদেভুকশমিইল রসুলগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। সোমবার ৮ই সেপ্টেম্বর দুপুরে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বিগত সরকার প্রধান শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গোপনে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করেন কামাল হোসেন। বিভিন্নি সভা-সমাবেশে এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, কামাল হোসেন ডেবিল হান্টের তালিকাভুক্ত আসামি এবং তার বিভিন্ন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।