আজ শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ণ
সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সাথে সিলেটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর )মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত পুলিশ কমিশনার বক্তব্যে বলেন, “সিলেটে  মানুষ অতিথিপরায়ণ, বন্ধুসুলভ ও স্পষ্টভাষী যা আমি খুবই পছন্দ করি। আমাদের লক্ষ্য, পুলিশকে জনগণের পুলিশে পরিণত করা। আমার স্বপ্ন, সিলেটকে দেশের সবচেয়ে নিরাপদ ও আধুনিক স্মার্ট নগরীতে রূপান্তর করা। এই পথে অনেক চ্যালেঞ্জ থাকবে। তাই সবার সহযোগিতা দরকার।  আপনারা, নগরের নাগরিকরা পাশে থাকলে, আমরা একসাথে এগিয়ে যেতে পারবো।
তিনি আরো বলেন, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না। সিলেট—এই পূণ্যভূমিকে কখনও সন্ত্রাস ও অপরাধের অবয়ারণ্যে পরিণত হতে দেওয়া হবে না। আমরা চাই, সবাই মিলে একটি নিরাপদ, আধুনিক ও বসবাসযোগ্য স্মার্ট সিলেট গড়ে তুলতে। আমাদের প্রচেষ্টা থাকবে ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এটিই প্রকৃত পুলিশিং। এই প্রোঅ্যাকটিভ পুলিশিং এবং জনতার পুলিশের যাত্রা আমরা সিলেট থেকেই শুরু করতে চাই। সেই যাত্রায় আমরা সকলের সহযোগিতা কামনা করি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম  পুলিশি সেবার আধুনিকায়নে পাইলট প্রজেক্ট হিসেবে GenieA app উন্মোচন করেন, যার মাধ্যমে এক ট্যাপে মিলবে জরুরি পুলিশি সহায়তা। অ্যাপটির লক্ষ্য নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়া, যেখানে সবাই নিরাপদে চলবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে এবং নারী-পুরুষ সবাই নিরাপদ থাকবে। GenieA app হবে নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন। এতে থাকবে: এক ক্লিকে সহায়তা, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী-শিশুদের হেল্প ডেস্ক, লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং। ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক প্রমাণ সুরক্ষা।
এ সময় পুলিশ কমিশনার ফ্লোর উন্মুক্ত করে দিলে প্রত্যেকে নিজ নিজ পরিচয় উপস্থাপন করেন।  উপস্থিত সাংবাদিকবৃন্দ সিলেট মহানগর এলাকার বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে সমস্যাগুলোর কার্যকর সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পুলিশ কমিশনার মহোদয় উত্থাপিত সকল সমস্যা সমাধানের লক্ষ্যে সকালের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (পিওএম)  সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি ও ডিসি-উত্তর) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেনসহ সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, অনলাইন প্রেসক্লাব ও বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ।