বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লোহাগাড়া সদর ইউনিয়নের কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা শ্রমিকদল নেতা মোঃ এস.এস. দেলোয়ার।
লোহাগাড়া সদর ইউনিয়ন শ্রমিকদল নেতা মোঃ ইকবাল এর সঞ্চানলায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুটিবিলা ইউনিয়ন শ্রমিকদল নেতা মোঃ ইব্রাহিম, সদর ইউনিয়ন শ্রমিক দল নেতা বুলু কোম্পানি, মোঃ নুরু হোসেন, নাছির উদ্দীন, পুটিবিলা বিএনপি নেতা, খালেক, চরম্বা বিএনপি নেতা সোলেমান, কলাউজান বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান, চরম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নুরুল আলম, মোঃ তাহের, আজিজুল হক, মনছুর, নাজিম উদ্দিন বাবুল, রফিকসহ আরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা শ্রমিকদল নেতা মোঃ এস.এস. দেলোয়ার বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমাদের নেতা তারেক রহমানকে সামনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে জয়যুক্ত করার লক্ষে আমাদের তার্গেট থাকবে একটাই ধানের শীষকে বিজয় করা। আমাদের রাজনীতি হবে কোন ব্যাক্তি কেন্দ্রীক নয়, ধানের শীষকে যেকোন মূল্যে বিজয় করায় হোক আমাদের প্রধান লক্ষ।