আজ শনিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

তাপস দাশ:
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শ্রীশ্রী জগন্নাথদেব আখড়ার নাটমন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বৈদ্য শচী। পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এবং জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অজয় কুমার দেব।
এছাড়াও সভায় বক্তব্য দেন আখড়া পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দাশ, বেনুধর ভট্টাচার্য, মহানাম সেবক সংঘের সভাপতি মনতোষ পাল ভানু, নির্মাই শিববাড়ি কমিটির সভাপতি সত্যকাম চক্রবর্তী, কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সাহিত্যিক নৃপেন্দ্র লাল দাশ, মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন দেবনাথ, চিকিৎসক নিবাস চন্দ্র পাল ও কালীবাড়ি পূজা কমিটির সভাপতি দ্বীপশিখা ধর।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ, সদস্য সচিব বসন্ত গোয়ালা, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ উপজেলার ১৫৭টি পূজা কমিটির সভাপতি-সম্পাদক।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, পূজা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথভাবে কাজ করছে। সব পূজা মণ্ডপ ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে যেখানে প্রতিটি মণ্ডপ পরিচালনা কমিটি যুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য স্থায়ী মন্দিরে নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি অস্থায়ী মণ্ডপগুলোতে শক্ত ঘেরা নিশ্চিত করা ও প্রতিমা পরিবহনের সময় পুলিশকে অবহিত করার নির্দেশ দেন।
ইউএনও বলেন, বিদ্যুৎ বিভাগ পূজাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে। স্বেচ্ছাসেবকদের শৃঙ্খলা ও স্বাস্থ্য সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। নামাজের সময় মাইক বন্ধ রাখা এবং মসজিদ-মন্দিরের সমন্বয় বজায় রাখার ওপরও বিশেষভাবে গুরুত্ব দেন। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।