আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
জুড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Sharing is caring!

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী:

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’।

Manual6 Ad Code

দিবসটি উপলক্ষে জুড়ী উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন জুড়ী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার এস এম শামীম, রুম টু রিডের প্রোগ্রাম অফিসার চাঁদনী রায়, প্রোগ্রাম এসোসিয়েট লুবাইনা সুলতানা, উপজেলা তথ্যআপা প্রকল্পের তথ্যসেবা সহকারী মিনতী দেবী, বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Manual4 Ad Code

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন,
১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। গত দুই দশকে দেশে ১৮৫টির বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠী।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code