আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যারা পরিশ্রম করবে,তারা সমাজ পাল্টে দেবে-জেলা প্রশাসক সারওয়ার আলম 

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ণ
যারা পরিশ্রম করবে,তারা সমাজ পাল্টে দেবে-জেলা প্রশাসক সারওয়ার আলম 

Sharing is caring!

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম নারীদের পরিশ্রমী হওয়ার আহবান জানিয়ে বলেছেন, যারা পরিশ্রম করবে,তারা সমাজ পাল্টে দেবে।তিনি বলেন,আমি চাই সেই পরিশ্রমী মা,সেই পরিশ্রমী বোন,সেই পরিশ্রমী স্ত্রী, যারা সন্তানকে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজকে আলোকিত করবে।তিনি পৃথিবীর বিভিন্ন জায়গার নারীদের পরিশ্রমী ও জয়ী হওয়ার  দৃষ্টান্ত তুলে ধরে বলেন,নারীরা পরিশ্রম করলে স্বাবলম্বী হতে পারে।পরিবার, সমাজ ও দেশের সমৃদ্ধি নিয়ে আসতে পারে।
তিনি সিলেট জেলার নারীদের পরিশ্রম করে জীবিকা নির্বাহের প্রতি আহবান জানান।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের উদ্যোগে দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে অনুদান এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দু’স্থ ও অস’হা’য় নারীদের মধ্যে অর্থ ও প্রশিক্ষণার্থীদের সেলাই মে*শি*ন বিতরণ করেন জেলা প্রশাসক।
মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের চাইল্ড রাইটস অফিসার প্রিয়াংকা দাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন,যারা প্রশিক্ষণ নিয়েছেন,তাদেরকে কাজে মনোযোগ দিতে হবে।তিনি বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর প্রথম স্ত্রী খাদিজা(রা:) ব্যবসায়ী ছিলেন। ইসলামের ইতিহাস খোঁজলে দেখা যায় নারীরা যুদ্ধেও গিয়েছে।তিনি বলেন,পৃথিবীর উন্নত দেশ যেমন,জাপান,ফিলিপাইনে নারীরা অনেক এগিয়ে। তিনি বলেন, ভালো ভালো বিশ্ববিদ্যালয়েও নারীরা এগিয়ে। জ্ঞানার্জনের প্রতি ইঙ্গিত করে জেলা প্রশাসক বলেন, পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয়।তিনি পরিশ্রমী হতে সকলের প্রতি আহবান জানান।
সভায় ৩০ জন প্রশিক্ষিত নারীকে ৩০ টি সেলাই মেশিন ও ৫ জন দুস্থঃ নারীকে দুস্থঃ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে ২৫,০০০/ টাকা অনুদান প্রদান করা হয়।
Manual1 Ad Code
Manual4 Ad Code