আজ সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, পরিবার বড় ক্ষতির মুখে

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ০৮:৪০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, পরিবার বড় ক্ষতির মুখে

Sharing is caring!

Manual6 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে ঘরের সব মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান এলাকায় ঘটে এ ঘটনা।
ক্ষতিগ্রস্ত আপন দাশ বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই বের করতে পারিনি।”
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় আগুন কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যজনকভাবে কেউ হতাহত হননি। তবে ফ্রিজ, টিভি, ফ্যান, বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়ায় যে প্রতিক্রিয়া জানাতে সময় পাওয়া যায়নি।
Manual1 Ad Code
Manual7 Ad Code