Sharing is caring!
এম. এ. মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ.কে.এম আব্দুল হামিদ জনগণের কাছে নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরতে সোমবার (৩ নভেম্বর) বিকেলে নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের নাগরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান, এতে পুরো বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এ.কে.এম. আব্দুল হামিদ বলেন, নাগরপুর বাজারের ব্যবসায়ীদের আন্তরিক ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল, নাগরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা যুব সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, নাগরপুর সদর ইউনিয়ন সভাপতি মো. ইমরান হোসাইন, বেকড়া ইউনিয়ন সভাপতি মো. শামছুল হক, গয়হাটা ইউনিয়ন সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, নাগরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ হারুন, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো. মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক জামায়াত ও শিবির নেতাকর্মী।
গণসংযোগ কর্মসূচি শেষে ডা. আব্দুল হামিদ ধুবুরিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক দাওয়াতী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিকে কেন্দ্র করে নাগরপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।