আজ সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরের যুবক লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ০২:২১ অপরাহ্ণ
নাটোরের যুবক লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

Sharing is caring!

Manual4 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

বাড়ি ফেরা হলনা নাটোরে যুবক সাকিবুল হাসান (২৫) এর। নাটোর থেকে সাতটি মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে এসেছিলেন তারা ১৩ তরুণ বাইকার। ভ্রমণ শেষে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারায় বহরের একটি মোটরসাইকেল।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত সাকিবুল হাসান (২৫) নাটোরের সিংড়া উপজেলার আতাউর রহমানের ছেলে। একটি ‘বাইকার গ্রুপের’ সঙ্গে তিনি নাটোর থেকে মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

জানা যায়, ১৩ সদস্যের এই দল গত বৃহস্পতিবার কক্সবাজারে ভ্রমণে আসে। আজ দলের সদস্যরা ঢাকায় ফিরছিলেন। গতি বেশি থাকায় একটি মোটরসাইকেল চুনতি জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে লেগে নিয়ন্ত্রণ হারায়। এরপর মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী সাকিবুল গুরুতর আহত হন। দলের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দলের সদস্যদের আরও একজন সাকিবুলের সঙ্গে একই মোটরসাইকেলে ছিলেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা যায়।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুস সাত্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code