Sharing is caring!
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে নাগরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
প্রেসক্লাবের সাধারন সপাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।