আজ শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত 

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত 

Sharing is caring!

Manual4 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদরাসার ছাত্রদের মাঝে কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার একটি মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে ছাত্রদলের নেতারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত করেন। পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহবুব রাসেল,সদস্য সচিব মো:মনির হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুপক খান, মোস্তাকিম মিয়া,সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আকাশ মিয়া,বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিকতার মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code