আজ শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে শ্রেষ্ঠ ইউপি সদস্য হলেন আবুল কাশেম

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ণ
জুড়ীতে শ্রেষ্ঠ ইউপি সদস্য হলেন আবুল কাশেম

Sharing is caring!

Manual7 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম শ্রেষ্ঠ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাসহ গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিতে অনবদ্য অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে আবুল কাশেমের হাতে পুরস্কার তুলে দেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সভাকক্ষে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউপি সদস্য আবুল কাশেমকে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলার সমন্বয়কারী দিবাকর চন্দ্র দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এক প্রতিক্রিয়ায় ইউপি সদস্য আবুল কাশেম জানান, কাজের স্বীকৃতি স্বরূপ আজ আমি যে সম্মান পেলাম এটি আমার একার নয়। এই সম্মান পুরো বেলাগাঁও বাসীর। যতদিন বাঁচবো মানুষের সেবায় কাজ করে যাবো।

বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলার সদ্য সাবেক সমন্বয়কারী সম্পা রানী দেব বলেন, বিগত সময়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিতে ইউপি সদস্য আবুল কাশেম যে ভূমিকা পালন করেছেন তা সত্যি অসাধারণ। তিনি নিজ উদ্যোগে গ্রাম আদালতের সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করেছেন তা অন্যদের অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী। অন্য সকল ইউপি সদস্যরা যদি আবুল কাশেমের মত গ্রাম আদালত সক্রিয় করণে এগিয়ে আসেন তা হলে প্রতিটি ঘরে ঘরে গ্রাম আদালত সেবা পৌঁছে যাবে বলে আমি মনে করি।

Manual7 Ad Code

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, বেলাগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম তাঁর এলাকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গ্রাম আদালত সক্রিয়করণে তার ভূমিকা অপরিসীম। যার কারনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code