মৌলভীবাজারে নির্বাচনী সমাবেশে যা বললেন তারেক রহমান
মৌলভীবাজারে নির্বাচনী সমাবেশে যা বললেন তারেক রহমান
editor
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
Manual5 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের আইনপুরে এক সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে কাছে এই আহ্বান জানান।
Manual6 Ad Code
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা যদি দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই আর জনগণের ভাগ্যের পরিবর্তন দেখতে চাই । তাহলে ধানের শীষে ভোট দিতে হবে।
তারেক রহমান বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল প্রতিটি মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয় নাই। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে কেউ বাধা দেয় নাই। আমরা দেশে আবার সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দল কখনো কোনো আধিপত্যের কাছে মাথা নত করেনি। আগামীতেও করবে না। ধানের শীষইএকমাত্র দিতে পারে এই নিশ্চয়তা।
Manual5 Ad Code
দেশ পূনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।
এর আগে দুপুরে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সকালে প্রথম জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান।
Manual7 Ad Code
মৌলভীবাজারের পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।
এরপর তারেক রহমার, ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে সমাবেশে বক্তব্য রাখবেন।