আজ শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি প্রচারের প্রথম দিনে রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

editor
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
নির্বাচনি প্রচারের প্রথম দিনে রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

Manual4 Ad Code

জ্যেষ্ঠ প্রতিবেদক:

Manual5 Ad Code

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্লা রক্ষার প্রয়োজনে প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকালে শুধু রাজধানীর এ অংশে বিজিবি মোতায়েনের তথ্য দিয়েছে বাহিনীটি।

Manual3 Ad Code

রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ নেওয়ার কথা এক বার্তায় বলেছে বিজিবি।

Manual7 Ad Code

বাহিনীর পাঠানো ছাবিতে মিরপুর ১০ নম্বর এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

এ এলাকা মিরপুর-কাফরুল নিয়ে ঢাকা ১৫ আসনের অর্ন্তভুক্ত। এখানের পীরেরবাগে দিন দুয়েক আগে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের আমির শফিকুর রহমানের পক্ষে প্রচার চালানোর সময় বিএনপির নেতাকর্মীর সঙ্গে দলটির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয়।

Manual2 Ad Code

পরদিন বুধবার প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে নির্বাচন কমিশনে এ নিয়ে দুই দলের নেতারা পাল্টাপাল্টি অভিযোগও করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে জামায়াতের আমির নির্বাচনি প্রচারণাও শুরু করেন।

এ কারণে এ নির্বাচনি এলাকা ঘিরে কঠোর নিরাপত্তার জন্য শুধু বিজিবি নয়, দিনভর পুলিশের কঠোর নজরদারি ছিল।