আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি নেতা আমির হোসেনকে বয়কটের সিদ্ধান্ত

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ণ
সিলেটে বিএনপি নেতা আমির হোসেনকে বয়কটের সিদ্ধান্ত

Sharing is caring!

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

আবদুল কাদির জীবন, সিলেট :

সিলেট মহানগর আওতাধিন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনকে বয়কট ঘোষণা করে তাকে বহিস্কার করার জন্য মহানগর নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছেন ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির ৪৮ জন সদস্য।

Manual5 Ad Code

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা হাসিল এবং শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তির করায় এই সিদ্ধান্ত নেন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

গত শুক্রবার (১০ জানুয়ারী) বাদ এশা আখালিয়া ধানুহাটার পার নুরানী মাদ্রাসায় ৯নং ওয়ার্ড বিএনপির কার্যনিবার্হী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা করে সর্বসম্মতিক্রমে ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনকে বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে মহানগর বিএনপি নেতৃবৃন্দের কাছে তাকে বহিস্কারের দাবী জানিয়ে লিখিত আবেদন করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন মহানগর বিএনপির দায়িত্বশীল সুযোগ্য নেতৃবৃন্দ ৯নং ওয়ার্ডের সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবেন। উল্লেখ্য ৯নং ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির ৭১ সদস্যের মধ্যে ১ জন ইন্তেকাল করেছেন, ১ জন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ৫ জন প্রবাসে বাকী ৬৪ জন নেতৃবৃন্দের মধ্যে ৪৮ জন কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত থেকে সকল সিদ্ধান্তের সাথে একমতপোষন করে রেজুলেশন খাতায় সাক্ষর করেন। যা নেতৃবৃন্দের কাছে সংরক্ষিত রয়েছে।

ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে, মহানগর সহ-যুব বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্সের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ওয়ার্ড বিএনপির কার্যনিবার্হী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সাবেক পিপি অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, ওয়ার্ড বিএনপির কার্যনিবার্হী কমিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট মুরুব্বি ছানাউল হক ছানা, ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও কার্যনিবার্হী কমিটির সদস্য মইনুল হক চৌধুরী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি বাপ্পু দত্ত, সহ-সভাপতি আজর আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান দিপু, মোঃ কামাল উদ্দিন, আব্দুল মুকিত রাজন, আহসান মাহবুব, এমদাদুল হক স্বপন ,সৈয়দ আমির আলী, ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, সদস্য শামীম রেজা, আজহারুল ইসলাম হাদী, যুগ্ম সম্পাদক আবু শহিদ শাহীন, যুগ্ম সম্পাদক এম. সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক রিপন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নিজাম, গণ শিক্ষা বিষয়ক শাহীন আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সুজন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জামিল বক্স, সহ কোষাধ্যক্ষ জামাল আহমদ, সহ দপ্তর সম্পাদক জুয়েল রানা, সহ প্রচার সম্পাদক বাদল মিয়া, সহ মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সামসু আহমদ, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রকিব, শাকিল আহমদ, মবশ্বর আলী, শাহীন আহমদ(২), জমির আলী, তরিকুল ইসলাম, সোয়েব আহমদ ও সাব্বির ইসলাম জীবন প্রমুখ।।

Manual4 Ad Code

কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপির সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন বিভিন্ন সময় বিএনপিকে নিয়ে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য ও কটুক্তি করেছেন। ওয়ার্ড বিএনপিকে নিজের খেয়াল খুশিমতো পরিচালনা করেন যা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ বিভিন্ন সময় মহানগর নেতৃবৃন্দকে অবহিত করেছেন। গত ১৯/১২/২০২৪ ইং ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা ছানাউল হক ছানার বাসভবনে ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের এক বৈঠকে তিনি বিএনপিকে ব্যবসায়ী সমিতি থেকে ছোট করে এবং ব্যাবসায়ী সমিতিকে বিএনপি থেকে প্রাধান্য দিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত নেতৃবৃন্দ এর প্রতিবাদ করলে তিনি সভা মাঝপথে রেখে চলে যান। এতে উপস্থিত নেতৃবৃন্দ চরমভাবে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর গত ০৮/০১/২০২৫ ইং তারিখে বৃহত্তর মদিনা মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সভায় বিএনপিকে নিয়ে অপমানজনক কুরুচিপুর্ন বক্তব্য রেখে বলেন কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত বিএনপির মধ্য কোন নেতৃত্ব নাই। উনি বিএনপি করতে চান না, মহানগর সিনিয়র নেতৃবৃন্দ উনাকে জোর করে পদবী দেন বলে কিছু বলতে পারেন না। কিন্তু তিনি এবার আর সহ্য করবেন না আগামীকাল সবাইকে জানিয়ে প্রকাশ্যে পদত্যাগ করবেন। এমন বক্তব্য শুনে বৃহত্তর মদিনামার্কেট এলাকার বাসিন্দা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ উপস্থিত কয়েকশত ব্যবসায়ী হতবিহবল হয়ে পড়েন। তখন বিএনপির দলীয় নেতৃবৃন্দ প্রতিবাদ করলে উনি আরও উত্তেজিত হয়ে বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গালাগালি দিতে থাকেন। এমন পরিস্থিতিতে অন্যদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাবেক জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ চলে গিয়ে প্রবীণ বিএনপি নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেন এবং উনাদের পরামর্শে জরুরী কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেন। এর প্রেক্ষিতে শুক্রবার ১০ জানুয়ারী রাতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code