আজ বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর কিছু দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে ‘পলিমাটি’

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ণ
রাজশাহীর কিছু দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে ‘পলিমাটি’

Sharing is caring!

Manual4 Ad Code

ডেস্ক নিউজ

Manual4 Ad Code

রাজশাহীর বাঘা উপজেলায় শীতার্ত দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’।

Manual4 Ad Code

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর বাঘা উপজেলার খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো: আক্তার জামীল। সংগঠনটির সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এছাড়া খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাহমুদুল ইসলামসহ সংগঠনের সদস্য সাইফ, মাহিম ও সীমা উপস্থিত ছিলেন।
এদিন ২০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

Manual1 Ad Code
Manual8 Ad Code