আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০৫:৫১ অপরাহ্ণ
বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

Sharing is caring!


Manual5 Ad Code
দোযেল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ  হল রুমে উদ্বোধনীর মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী  দিনে- নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন, অতিথি প্রশিক্ষক, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন  কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার, প্রশিক্ষিকা মাহফুজা খানমসহ পাকুড়িয়া ইউনিয়নের দলনেতা  নাঈম হোসেন ও দলনেত্রী শাকিলা খাতুন।
অনুষ্ঠিত প্রশিক্ষণে পাকুড়িয়া ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী অংশগ্রহণ করেন।
Manual1 Ad Code
Manual7 Ad Code