আজ শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আইন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী : ব্যারিস্টার তানিয়া আমির

editor
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ০৫:৫২ অপরাহ্ণ
আইন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী :  ব্যারিস্টার তানিয়া আমির

Sharing is caring!

Manual1 Ad Code

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া 
বাংলাদেশের সংবিধান মোতাবেক দেশের সর্বময় ক্ষমতার  মালিক জনগণ। নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন , পরিবর্ধন , সংশোধন কিংবা সংযোজন করার কারো এখতিয়ার নেই । অথচ দেশে অনেক কিছুই করার চেস্টা চলছে ।

Manual6 Ad Code

প্রচুর গায়েবি মামলা হচ্ছে । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন , সংবিধান নিয়ে শপথ করে সংবিধান ভঙ্গ করা হচ্ছে । তিন হাজার পুলিশ হত্যা করা হলেও তাদের বিচারের ব্যাপারে সরকার নিরব রয়েছে । তিনি বলেন আমরা সব হত্যাকান্ডের এই বিচার চাই। দেশের শ্রম আইন নিয়েও কথা বলেন বিশিস্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার তানিয়া আমির ।

Manual1 Ad Code

লন্ডন বরো অব বার্কিং অ্যান্ড ডাগেনহ্যামের মেয়র মঈন কাদেরীর আয়োজনে শুক্রবার দুপুর ২ টায় মেয়র পার্লারে এই চায়ের আড্ডা  হয় ।

এতে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন । সাংবাদিক আজিজুল আম্বিয়ার প্রশ্নের উত্তরে তানিয়া আমির বলেন , বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা গ্রহণ করেছেন ১০৬ ধারা মোতাবেক সেটি সরকার পরিস্কার করেননি বা জনসমক্ষে তার প্রমাণ তুলে ধরেন নি এবং আইন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী । আলোচনায় অংশ নেন , কাউন্সিলর সৈয়দ গনি , গিয়াস উদ্দিন মিয়া , মোহাম্মদ শাবীম , বীর মুত্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান , সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ,ড. আজিজুল আম্বিয়া , কামরুল আই রাসেল , নজরুল ইসলাম অকিব , আব্দুল হাদী, ড. তিসতিয়া খান, শওকতুর রহমান টিপু, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল , কিটন শিকদার , খাইরুল বাহার তুমুল, ইকবাল হাসান, বিনাস মন্ডল প্রমূখ ।আমীর ২৭ সেপ্টেম্বর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।তার পিতা ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।আমীর ১৯৯১ সালে বাংলাদেশ হাইকোর্ট এবং ১৯৯৩ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ যোগ দেন।তিনি আমীর এবং আমীর আইন সহযোগীদের চেম্বার প্রতিষ্ঠা করেন।আমীর ২০০৫ সালে বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পান।তিনি পিআরআইপি ট্রাস্ট এর চেয়ারম্যান ছিলেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code