আজ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা,খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ
বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা,খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

Sharing is caring!

Manual8 Ad Code
দোয়েল,বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় অনিয়ম,দূর্নীতির অভিযোগে, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে সমাবেশ করেছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। ওই প্রধান শিক্ষকের নাম আনিছুর রহমান।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নে হারুন- অর-রশিদ শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে।
 বাউসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম ও তার অনুসারীরা বিদ্যালয় চলাকালিন সময়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সমাবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এর পরেই ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। এঘটনায় বিদ্যালয় চত্তরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠে।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীদের দাবির মুখে প্রায় ১ ঘন্টা পর তালা খুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জহুরুল ইসলাম জানান, তালা লাগানোর পর শিক্ষার্থী ও  অভিভাবকগণ একত্রিত হয়ে বিএনপি নেতা রেজাউল করিমদের ধাওয়া দিলে উভয়ের এমধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সাবজোন খেলা সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি একাব উদ্দীন জানান, বিএনপি নেতা রেজাউল করিম কিছু লোকদের ভুল বুঝিয়ে প্রধান আনিছুর রহমান এর বিরুদ্ধে অযৌক্তিক সমাবেশ করেন এবং তার রুমে তালা ঝুলিয়ে দেন। ফলে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিএনপি নেতা রেজাউল করিম এবং হরিপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইউনুস আলীকে লাঞ্চিত করে সেখান থেকে বের করে দেয়া হয়।
এবিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিমকে মুটোফনে একাধিক বার চেষ্টা করে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভবত হানি।
এ বিষয়ে প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা,ভিত্তিহীন,উদ্দেশ্য প্রণোদিত,অযৌক্তিক। তিনি আরও বলেন, বিএনপি নেতা রেজাউল করিম ব্যক্তিগত স্বার্থের কারণে আমার বিরুদ্ধে মানব বন্ধন করে আমার কক্ষে তালা ঝুলিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান,এবিষয়ে আমি লোক মুখে শুনেছি।অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Manual1 Ad Code
Manual3 Ad Code