আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা ইশারা ভাষা ব্যবহার নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে- সিলেটে মোহাম্মদ শের মাহবুব মুরাদ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৫:০৯ অপরাহ্ণ
বাংলা ইশারা ভাষা ব্যবহার নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে- সিলেটে মোহাম্মদ শের মাহবুব মুরাদ

Sharing is caring!

Manual2 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, মানুষের মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো মুখের ভাষা। দেশে প্রায় ৩০ লাখ মানুষ কানে শুনতে পায়না, কথাও বলতে পারেনা। তাদের বলা হয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তাদের যোগাযোগের মাধ্যম হলো ইশারা ভাষা। ২০১২ সালের ২৬ জানুয়ারি সরকারের অন্ত:মন্ত্রণালয়ের সভায় সর্বসম্মতিক্রমে ৭ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস হিসাবে নির্ধারণ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩তেও প্রমিত বাংলা ইশারা ভাষা প্রণয়ন ও উন্নয়নে প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহণ এবং হাসপাতাল,আদালত, থানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করনের জন্য বলা হয়েছে। তাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত বাংলা ইশারা ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এসব কথা বলেন।
‘এক ভুবন এক ভাষা, চাই সার্বজনৗন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে এবং স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম এর শিক্ষক মৃত্তিকা দাশ ও থেরাপী সহকারী মোবারক হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ পরিদর্শক এনামুল হক চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সভাপতি বায়েজিদ খান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সরকারী মুক বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিনুর আলম, সিলেট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোরাইয়া নাসরিন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। ইশারা ভাষা উপস্থাপন করেন সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. সানা উল্লাহ।
Manual1 Ad Code
Manual5 Ad Code