আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যেকারণে অনিরাপদ বোধ করছেন পরীমনি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ণ
যেকারণে অনিরাপদ বোধ করছেন পরীমনি

Sharing is caring!

Manual8 Ad Code

টাইমস নিউজ 

Manual2 Ad Code

দেশের বর্তমান পরিস্থিতিতে অনিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি ।

তিনি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত শেয়ার করতেও পিছিয়ে থাকেন না। এসব পোস্টও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় তোলে।

সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় ‘অনিরাপদ বোধ’ করছেন দাবি করে পরীমণি বলেন, অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা- যে কোনো অনুষ্ঠানই হোক সেটা তো আমার কাজ।

এ অভিনেত্রী বলেন, আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই। সেখানে বাধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাবো, পিছপা হবো। আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে। আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।

Manual5 Ad Code

পরীমনি আরও বলেন, যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্মবিরোধী? ধর্মের ওপরে কী আঘাত হচ্ছে- আমি স্পষ্টভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে, এরা আসলে কারা।

Manual8 Ad Code

নতুন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করতে পারছেন না জানিয়ে পরীমনি বলেন, এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু হলেও ভূমিকা রাখি তাহলে কেন স্বাধীনতা উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে?

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code