আজ শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ
কুয়েটে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Sharing is caring!

Manual1 Ad Code

আবির হোসেন, ইবি প্রতিনিধি:

Manual2 Ad Code

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

Manual4 Ad Code

এসময় তারা কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে কুয়েটে ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

Manual1 Ad Code

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, সন্ত্রাসীরা কুয়েটে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আন্দোলনে ছাত্রলীগ এভাবে শিক্ষার্থীদের উপর হামলা করার আমরা তাদেরকে সন্ত্রাসী বলেছি। এখন যদি সন্ত্রাসীরা ছাত্রদলের সঙ্গে জড়িত থাকে তাদেরকেও সন্ত্রাসী বলতে কোনো আপত্তি নেই। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর তা নাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন শুরু হয়েছে তা সারাদেশে ছড়িয়ে যাবে।

Manual1 Ad Code
Manual5 Ad Code