আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব নারী দিবস পালন করল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৫:০৩ অপরাহ্ণ
বিশ্ব নারী দিবস পালন করল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

Sharing is caring!

Manual7 Ad Code

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

শনিবার বিকাল ৫ টায় ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডের পিউর চা-ই এর সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান।সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক মিজানুর রহমান মীরু।

Manual8 Ad Code

মূল আলোচনায় অংশ নেন- ব্রিটেনের বিশিষ্ট নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিক উর্মি মাজহার।ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মূল আলোচক সাংবাদিক উর্মি মাযহার বলেন – নারী দিবসে পুরুষের পাশাপাশি নারীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীরা মা হবেন বা যারা হয়েছেন, একটা জিনিস মনে রাখতে হবে যেন নিজেদের সন্তানদের ছেলে বা মেয়ে হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে গড়ে তুলেন। ছেলে যদি মানুষের মতো মানুষ হয় নারীদের প্রতি সম্মান করবে এবং একজন মেয়ে বা নারী যদি সত্যিকার অর্থে মানুষ হয় তখন পুরুষদের প্রতি ভালোবাসা, সম্মান দেখিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবে, একটি সুন্দর শান্তির উন্নয়নমুখী সমাজ গঠন করবে। তখন আর হানাহানি, খুন, ধর্ষণ, অপ্রীতিকর ঘটনা ঘটবে না।বক্তাদের বক্তব্য থেকে বাংলাদেশের সম্প্রতি আলোচিত ধর্ষণের কথা উঠে এসেছে। এখান থেকে এর প্রতিবাদ জানানো হয় । উনারা আরো বলেন , সরকারের উচিত এ বিষয়ে দেশে শক্ত আইন করা এবং এর প্রয়োগ করে এই অশুভ শক্তির হাত থেকে নারী সমাজকে বাঁচানো। অনুস্ঠানে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, আইওন টিভির হাফসা ইসলাম, রেড টাইমস এর আসমা মতিন, রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনা আলী, কমিউনিটি এক্টিভিস্ট নাসিমা বেগম, কবি মুজিবুল হক মনি, কবি সালমা বেগম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি জামাল আহমেদ খাঁন, সহসভাপতি জুবায়ের আহমেদ, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহকারী সম্পাদক এস কে এম আশরাফুল হুদা, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী জগন্নাথপুর টাইমস এর বার্তা সম্পাদক মির্জা আবুল কাশেম, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার ভোরের কাগজের প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এমডি সুয়েজ মিয়া, এনএল২৪ এর উপস্থাপক নুরুন নবী, জে টাইমস টিভি ও বাংলা সংলাপের রিপোর্টার ব্যারিস্টার ইকবাল হুসেন, ব্যারিস্টার আলিমুল হক, সাংবাদিক আলাউর রহমান শাহীন, ফটো জার্নালিস্ট নাহিদ জায়গিরদার, সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ ও শাহ শরীফ উদ্দিন প্রমুখ৷২য় পর্বে মোনাজাতের পর ইফতারের ও আয়োজন ছিল ।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code