আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে দুই পোশাক শ্রমিককে চাপা দেওয়া গাড়ির নিবন্ধন সাময়িক স্থগিত

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০১:২২ অপরাহ্ণ
বনানীতে দুই পোশাক শ্রমিককে চাপা দেওয়া গাড়ির নিবন্ধন সাময়িক স্থগিত

Sharing is caring!

Manual7 Ad Code

টাইমস নিউজ

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিককে চাপা দেওয়া গাড়িটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১০ মার্চ) বিকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন দুই পোশাকশ্রমিক। এতে একজন নারী শ্রমিক নিহত হন এবং অপরজন আহত হন। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী ঘটনার সঙ্গে সম্পৃক্ত ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বরের গাড়িটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Manual7 Ad Code

গাড়ির মালিককে উদ্দেশ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে নির্ধারিত কার্যালয়ে হাজির হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে গাড়িটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

এদিকে দুর্ঘটনার পর সকালে বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বনানীর সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code