আজ শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual6 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে ইপিআই ভবনের সভাকক্ষে সিভিল সার্জন ডা. মামুন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
তিনি আগামী ১৫ মার্চ মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি রুহুল আমিন। এসময় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আগামী ১৫ মার্চ মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৫৯০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২০ হাজার ৮৭৫ জন শিশুকে ১ হাজার ৬৮৮টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যেসব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
Manual1 Ad Code
Manual8 Ad Code