আজ রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে সড়ক পরিবহণ মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ণ
নীলফামারীতে সড়ক পরিবহণ মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

Sharing is caring!

Manual2 Ad Code
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি:.
নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে
গ্রুপের একাংশ।
বুধবার (১৯ মার্চ)  বিকেলে জলঢাকা বাস টার্মিনালে সড়ক পরিবহণ মালিক গ্রুপের ব্যানারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, গ্রুপের সহ সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। এ সময় সহ-সভাপতি মোফাখারুল ইসলাম সঙ্গী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, সড়ক সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, আওয়ামীলীগ সরকারের পতনের পর গেল বছরের ২৬আগষ্ট নিয়ম অনুসারে ১৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এদিকে গত ১৭মার্চ ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে বিশেষ সাধারণ সভা করে ওইদিন সভা থেকে নতুন একটি কমিটি গঠন করা হয়। যেখানে আরেফ রব্বানী সভাপতি ও আবুল হাসনাত রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এই কমিটি বৈধ নয়। এভাবে কমিটি গঠন হতে পারে না। অতিসত্বর এই অবৈধ কমিটি বাতিল করা না হলে
কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়।
Manual1 Ad Code
Manual4 Ad Code