আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যেকারণে রফতানিতে সম্ভাবনা দেখছে সরকার

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ
যেকারণে  রফতানিতে সম্ভাবনা দেখছে সরকার

Sharing is caring!

Manual4 Ad Code

টাইমস নিউজ 

Manual6 Ad Code

রফতানিতে সম্ভাবনা দেখছে সরকার। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করায় তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের রফতানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সরকার এটিকে সংকট নয়, বরং সম্ভাবনা হিসেবেই দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘বিশ্বে এক্সপোর্ট বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।’

Manual4 Ad Code

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত আছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বাণিজ্য বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

Manual8 Ad Code

বৈঠকের আগে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন— আজকের আলোচনার পর এমন একটি সিদ্ধান্ত আসবে, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে আরও বাড়বে, কমবে না।

তিনি জানান, শনিবার দুপুরে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের দীর্ঘ বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠকে করেন উপদেষ্টা আশিক চৌধুরী। এসময় রফতানিকারকদের কাছ থেকে প্রস্তাবনা ও পরামর্শ গ্রহণ করা হয়।

প্রেস সচিব বলেন, কারণ তারাই (ব্যবসায়ীরা) তো এক্সপোর্ট করেন। তাদের পরামর্শগুলোই আজকের বৈঠকে বিশ্লেষণ করা হবে। চুলচেরা বিশ্লেষণের পরই সরকার ব্যবসাবান্ধব সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, আমরা নিশ্চিত, এই পদক্ষেপ আমাদের এক্সপোর্ট বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

প্রেস সচিব জানান, অবস্থান শক্তিশালী করতে আগামী পরশু একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে চীনের বিনিয়োগকারীরাও অংশগ্রহণ ও ব্যবসা খোলার আগ্রহ দেখিয়েছেন।

প্রেস সচিব বলেন, নতুন গ্লোবাল ট্রেড অর্ডারে আমরা আরও বেশি উপকৃত হবো।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code