আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রেড টাইমস ডট কমের সম্পাদক কবি সৌমিত্র দেব আর নেই

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ০৭:১০ অপরাহ্ণ
রেড টাইমস ডট কমের সম্পাদক কবি সৌমিত্র দেব আর নেই

Sharing is caring!

Manual1 Ad Code

রেডটাইমস ডেস্ক:

Manual2 Ad Code

অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪বছর।মৃত্যুকালে তাঁহার স্ত্রী,এক ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তাঁহার মৃত্যুতে মৌলভীবাজার জেলায় এক শোকের ছায়া নেমে আসে ।

কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। কবিতা, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনি লিখতেন তিনি।

Manual3 Ad Code

সৌমিত্র দেবের নিথর দেহ তাঁর জন্মশহর মৌলভীবাজার নিয়ে যাওয়া হয়েছে ও জন্ম স্থান মৌলভীবাজার শহরের সৈয়ারপুর শ্বশানঘাটে তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এর আগে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রিয় সককর্মীর অকাল প্রয়াণে ‘রেডটাইমস্’ পরিবার গভীর শোকাহত এবং তাঁহার পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

Manual4 Ad Code

উল্লেখ’ সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টির বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। সাংবাদিকতার পাশাপাশি তিনি অভিনয়ও করতেন।

Manual7 Ad Code

সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েক দিন ধরে মাথায় প্রচন্ড ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন তাঁর স্বামী। আজ সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তাঁর মৃত্যু হয়েছে।

 

Manual1 Ad Code
Manual3 Ad Code