আজ শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীকে একটি কৃষিবান্ধব উপজেলায় পরিণত করতে চাই : নাসির উদ্দিন আহমেদ মিঠু

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৬:০৯ অপরাহ্ণ
জুড়ীকে একটি কৃষিবান্ধব উপজেলায় পরিণত করতে চাই : নাসির উদ্দিন আহমেদ মিঠু

Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

বিগত সরকার হাওর উন্নয়নের নামে কোটি কোটি টাকা হরিলুট করেছে। তারা হাওরকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি আমাদের নির্দেশ দিয়েছেন কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করার জন্য। আমি চাই জুড়ী উপজেলা কে কৃষিবান্ধব একটি উপজেলায় পরিণত করার জন্য। আমাদের এখন সময় এসেছে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার আর এই পথ চলার আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা চাবিকাঠি। আপনারদের পরামর্শ নিয়েই এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরের রাবারড্যাম সংলগ্ন মাঠে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর পাড়ের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত “মাঠ দিবস” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু উপরোক্ত কথাগুলো বলেন।

কৃষকের মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এবং উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রতন পাল, কৃষক সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, আপ্তাব আলী, হাজী সোহেল, সিরাজুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুর রব, সমাজসেবক মনিরুল ইসলাম, যুবদল নেতা মোঃ ইফতিয়ার গফুর মনি, মৎস্য দল নেতা আমির হোসেন, কৃষক দল নেতা জসীম উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ মিঠু আরো বলেন, কৃষির উৎপাদন বাড়ানোর জন্য পতিত জমি চাষের আওতায় আনতে হবে। ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করতে হবে। কৃষকের জন্য পর্যাপ্ত সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণের ব্যবস্থা করতে হবে। আমাদের জুড়ী উপজেলাকে কৃষি শিল্পের জন্য আরও সমৃদ্ধ করতে হবে।