আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

editor
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ণ
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন

Sharing is caring!

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদকঃ
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সবশেষ শনিবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস। এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিদুর্ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
জানা গেছে, ভবনের ৫ম তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে দোকানদারদের ভবন থেকে নেমে আসার আহ্বান জানানো হয়। তারা যাতে অগ্নি নির্বাপণ কাজ সহজে করতে পারে সেজন্য সহযোগিতা চাওয়া হয়।
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিটগুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ১১টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।
Manual1 Ad Code
Manual3 Ad Code