আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০২:২৪ অপরাহ্ণ
সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে

Sharing is caring!

Manual3 Ad Code
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী।
এ সময় তার মাদকাসক্ত ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম।
 অভিযান শুরুর পরপরই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলের বাসায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে রুমন একাই ওই বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, রুমন মাদকাসক্ত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন। আটক রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
Manual1 Ad Code
Manual2 Ad Code