আজ শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি; পিকআপসহ গরু উদ্ধার

editor
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি; পিকআপসহ গরু উদ্ধার

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘরে চুরি করে নেওয়া ৪টি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া গত রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে।
একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, মঙ্গলবার  (২২ জুলাই) ভোরে উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া গরুগুলো ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চার/পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।