আজ শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে ১০ লাখ টাকার অবৈধ বেড় জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৩:২৬ অপরাহ্ণ
জুড়ীতে ১০ লাখ টাকার অবৈধ বেড় জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দশ হাজার মিটার অবৈধ জগৎ বেড় জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে হাকালুকি হাওর থেকে বিভিন্ন সময়ে জব্দ করা অবৈধ জগৎ বেড় জালগুলো উপস্থিত থেকে পুড়িয়ে ধ্বংস করে জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি হুমকিতে পড়েছে। এই জালগুলো মাছ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই মাছের প্রজনন, দেশীয় মাছের পোনা রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন করা হচ্ছে, যাতে তারা অবৈধ জাল ব্যবহার না করে।