Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল খান রকিকে (৩৬) উপজেলার পৌর শহর থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‘ডেভিল হ্যান্ড’ এর মামলা অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, কুলাউড়া উপজেলার জয়পাশার বাসিন্দা আব্দুল লতিফ খানের ছেলে তোফাজ্জল খান রকি ও মাতা বিনা আক্তার।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ‘ডেভিল হ্যান্ড’ এর একটি মামলা থাকায় তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪শে জুলাই) তাকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।