আজ বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৬:০১ অপরাহ্ণ
মৌলভীবাজারে ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের কুলাউড়ায় মিজানুর রহমান মজুমদার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে অন্তত দশ লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার (২৮শে জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পৌর শহরের সাদেকপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেলে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী মিজানুর রহমান।
এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
ব্যবসায়ীরা অবিলম্বে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানান। ব্যবসায়ী মিজানুর রহমান পৌর শহরের সাদেকপুর রোডের বাসিন্দা মো. আলী মজুমদারের ছেলে। তিনি কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের মজুমদার ফ্যাশনের স্বত্বাধিকারী। ওই দোকানে কাপড়ের পাশাপাশি তিনি মানি এক্সচেঞ্জের ব্যবসাও পরিচালনা করেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মিজানুর রহমান মজুমদার দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারে মজুমদার ফ্যাশন নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। ওই ব্যবসাপ্রতিষ্ঠানে মানি এক্সচেঞ্জের ব্যবসাও রয়েছে তার। গত সোমবার রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে ব্যাগভর্তি টাকা নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে কুলাউড়া উপজেলা পরিষদের পশ্চিমে সাদেকপুর সড়ক দিয়ে যাওয়ার পর পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি অটোরিক্সাযোগে আসা তার গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তার হাতে থাকা দুটি টাকার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান।
গাড়িতে চালকসহ মোট তিনজন লোক ছিলেন বলে জানান ব্যবসায়ী মিজানুর রহমান। খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উমর ফারুকের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার বলেন, ‘প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যাগভর্তি টাকা নিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম।
পথিমধ্যে আমার বাসা থেকে প্রায় দুইশ গজ দুরত্বে সাদেকপুর রোড এলাকায় পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা আমার গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা দুর্বৃত্তরা আমার হাতে থাকা দুটি টাকার ব্যাগ ও একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। ব্যাগে অন্তত দশ লক্ষাধিক টাকা ছিল। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উমর ফারুক বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের আশপাশের এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে ইতিমধ্যে কাজ করছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। অভিযান অব্যাহত রয়েছে।