আজ শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার

editor
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার

Oplus_16908288

Sharing is caring!

আদালত প্রতিবেদকঃ
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আগামীকাল।
একইসঙ্গে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হবে সূচনা বক্তব্য।
শনিবার, (২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন।
মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
ওইদিন জানানো হয়, এ মামলায় ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহন শুরু হবে। তবে আজ প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানালেন, কালই শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিকতা।
এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।
অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।