আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনঃনির্মিত ভবন এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ণ
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনঃনির্মিত ভবন এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা

Sharing is caring!

Manual5 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা। পুলিশি সেবা আরও বেগবান করার লক্ষ্যে এসএমপি‘র পুলিশ কমিশনার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
এ সময় পুলিশ কমিশনার বক্তব্যে বলেন, “বন্দর একটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্থান। এই জায়গার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত, যা নগরীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত। কার্যক্রমের দিক থেকে এই ফাঁড়ি থানার চেয়েও কম নয়।
তিনি আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের পুলিশ নই, আমরা এই দেশের পুলিশ। আমরা রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত, তাই আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। আমরা শান্তিপ্রিয় জনগণের বন্ধু। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলাই পুলিশের দায়িত্ব।
তিনি অপরাধ দমনে জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে বলেন: “অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন এবং সম্মিলিতভাবে কাজ করি, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষা অনেক সহজ হবে। তিনি থানার ‘ওপেন হাউজ ডে’ তে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “এর মাধ্যমে উন্মুক্তভাবে সমস্যার কথা বলা যায় এবং ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করা যায়।
এসময় কমিশনার উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন: “আমি সিলেটে দায়িত্ব গ্রহণ করেছি এক বছর হলো। এ সময়ে আমি অনুভব করেছি—আপনারা পুলিশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সিলেটের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকবে। এখানে আমি ভালোবাসা ও সম্মান পেয়েছি। আমি যেখানেই যাই না কেন, সিলেটের প্রতি আমার এই ভালোবাসা অটুট থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ, ব্যবসায়ীবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।
Manual1 Ad Code
Manual8 Ad Code