আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টিলা কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
টিলা কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

Sharing is caring!

Manual1 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে জাফরান হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অপরাধী জাফরান হোসেন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
অভিযানের সূত্রের বরাতে জানা যায়, ঘোলসা গ্রামে অবৈধভাবে টিলা কর্তন করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। শুক্রবার রাতে খবর পেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী থানা পুলিশের একটি দল সাথে নিয়ে সেই এলাকায় অভিযান চালান। এসময় টিলা কাটার অপরাধে হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান,অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
Manual1 Ad Code
Manual6 Ad Code