Sharing is caring!

বাগেরহাটে চুরি মামলায় রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলার ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোজাফফর (২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।
পুলিশ জানায়, গেল ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি সন্দেহে মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে সেদিনই তাকে চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামিদের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। সদর থানায় রিমান্ডে থাকা মোজাফফরকে শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস কে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করে দেখা যায় তার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রিমান্ডের আসামি মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।