আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পি কে হালদারের জামিনের শুনানি পিছিয়েছে

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual6 Ad Code

টাইমস নিউজ 

হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদারের (যিনি পি কে হালদার নামে পরিচিত) জামিনের শুনানি পিছিয়েছে।

Manual4 Ad Code

বিবিসি জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর বেলা ৩টার সময় জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক খাতে পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনার পরে মুখ থুবড়ে পড়েছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অন্তত চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

২০২০ সালের শুরুতে পি কে হালদারের দেশ থেকে পালিয়ে যাওয়ার তথ্য প্রকাশ পায়। সে সময় তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে হাইকোর্ট আদেশও দেয়। একইসঙ্গে তার মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Manual1 Ad Code

পরে ২০২১ সালের ডিসেম্বরে তাকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে সরকার।

Manual6 Ad Code

সেই ধারাবাহিকতায় ২০২২ সালের মে মাসে তিনি ভারতে গ্রেফতার হন। ভারতেরই একটি আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বর্তমানে ভারতের কারাগারে সাজা খাটছেন তিনি।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code