আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা: মাদক ও অপরাধ দমনে একযোগে কাজের অঙ্গীকার

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা: মাদক ও অপরাধ দমনে একযোগে কাজের অঙ্গীকার

Sharing is caring!

Manual1 Ad Code

তাপস দাশ শ্রীমঙ্গল:

Manual3 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

পুলিশের সাইদুর রহমান খানের সভাপতিত্বে এবং এ.এস.আই আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নয়টি ওয়ার্ডের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Manual6 Ad Code

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, এবং কালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজির উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, মাদক, চোরাচালান, নারী নির্যাতন, সন্ত্রাস ও ইভটিজিং দমনে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ অপরিহার্য। একজন বক্তা বলেন, “বিট পুলিশিং জনগণকে অপরাধ প্রতিরোধে সম্পৃক্ত করার এক কার্যকর উদ্যোগ।”

সভায় স্থানীয়দের সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
শেষে সবাই শ্রীমঙ্গলকে মাদক ও অপরাধমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code
Manual2 Ad Code