Sharing is caring!
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফরতারকৃতরা হলেন- বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলা ১নং ফতেপুর ইউনিয়ন পরিষদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫) ও একই উপজেলার একই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬), জুড়ী উপজেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক মো. বাবেল আহমদ (৩৭)।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, গত ৯ দিনে এ পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।