আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ণ

Sharing is caring!

Manual3 Ad Code

টাইমস নিউজ 

Manual4 Ad Code

ছাত্র-জনতার অভু্যত্থানে রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য। এছাড়া রাজধানীর চানখাঁর পুলে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা এক মামলায় ইতঃপূর্বে গ্রেফতার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে ১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইবু্যনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী রোববার এ আদেশ দেন।

Manual3 Ad Code

পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই গ্রেফতারি পরোয়ানা ও রিমান্ডের আদেশ দেন। এসব আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বিএম সুলতান মাহমুদ।

পরে সাংবাদিকদের গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

এদিন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান, গ্রেফতারের পর ওসি মুজিবুর রহমানকে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Manual1 Ad Code
Manual6 Ad Code