আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে বিজিবির হাতে ৪টি ভারতীয় মহিষ আটক

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০৮:১৫ অপরাহ্ণ
জুড়ীতে বিজিবির হাতে ৪টি ভারতীয় মহিষ আটক

Sharing is caring!

Manual7 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ীঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪ টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৪ মার্চ) বিকেলে
গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী বিওপি’র একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করে।
বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা এলাকায় অভিযান চালিয়ে ৪ টি মহিষ জব্দ করা হয়। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছিল।
আটককৃত মহিষ জুড়ী শুল্ক বিভাগে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।
Manual1 Ad Code
Manual7 Ad Code