আজ বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৮৬ জন, মৃত্যু ১

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৮৬ জন, মৃত্যু ১

Oplus_16908288

Sharing is caring!

সিনিয়র রিপোর্টার:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩০ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। এ সময়ে বরিশালে নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, একই সময়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, ঢাকার বাইরের বিভাগীয় জেলাগুলো (ঢাকা বিভাগ) থেকে ৭৩ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় ১৬ জন, রাজশাহীতে ৩৯ জন এবং ময়মনসিংহে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮২ জনে।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫৭৫ জন।
তবে আগের বছরের তুলনায় এবছর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত মনে হলেও, ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।