আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ৪২০ জন আক্রান্ত,  মৃত্যু ১ 

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৪:২৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে ৪২০ জন আক্রান্ত,  মৃত্যু ১ 

Oplus_16908288

Sharing is caring!

Manual4 Ad Code
স্বাস্থ্য ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সময়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগের বাইরে ৬০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫ জন, দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে ৪৫ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫৮৪ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
Manual1 Ad Code
Manual2 Ad Code