আজ শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে না করেও চতুর্থ সন্তানের অপেক্ষায় নেইমার

editor
প্রকাশিত মে ৫, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
বিয়ে না করেও চতুর্থ সন্তানের অপেক্ষায় নেইমার

Oplus_16908288

Sharing is caring!

Manual1 Ad Code
ক্রীড়া ডেস্কঃ
পুরো ক্যারিয়ার জুড়ে ইনজুরিতে জর্জরিত ব্রাজিলের সুপারস্টার নেইমার। চোটের কারণে বর্তমানেও মাঠের বাইরে এই তারকা ফুটবলার। মাঠের বাইরে থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন নেইমার।
এখনও বিয়ে করেননি ৩৩ বছর বয়সী এই ফুটবলার। তবে ঠিকই মজেছেন একাধিক প্রেমে। ফুটবল ক্যারিয়ারের মতো বেশ উত্থান-পতন ছিল নেইমারের প্রেমজীবন। প্রেম, সন্তান, বিচ্ছেদ—সবই ছিল নেইমারের প্রেমজীবনে। যা রীতিমতো হার মানবে রোমান্টিক সিনেমাকেও।
নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাস। নেইমার তখন টিনএজার। ২০১১ সালে জন্ম নিলো তাদের প্রথম সন্তান দাভি লুকা। কিন্তু কারোলিনার সঙ্গে নেইমারের সেই প্রেম টিকলো না বেশি দিন।
 বন্ধুত্বটা অবশ্য আজও অটুট। দুজনে মিলেমিশে ছেলেকে বড় করছেন। কখনো ছেলের জন্মদিনে কেক কাটছেন, কখনো ইবিজায় একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।
প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের সঙ্গে বিচ্ছেদের পর নেইমারের জীবনে আসে ব্রুনা বিয়ানকার্দি। যিনি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও স্টাইল আইকন। ২০২৩ সালের অক্টোবরে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান  মাভি।
এরপর ২০২৩ সালে নভেম্বরে ব্রুনা আর নেইমারের বিচ্ছেদ হয়। কিন্তু ২০২৪ সালের শেষে তারা আবারও এক হন। কারণ, আসছে আরেকটি মেয়েসন্তান! মানে, নেইমারের চতুর্থ সন্তান—দ্বিতীয় কন্যা! এই তো দুদিন আগেই নেইমারের এক ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গেল আবারও তার সন্তানের মা হতে চলেছেন ব্রুনা।
২০২৪ সালের মাঝামাঝি জানা যায় ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা—হেলেনা। গুঞ্জন রয়েছে, ব্রুনার সঙ্গে তখন বিচ্ছেদ চলছিল নেইমারের। হাঁটুর চোটে তখন মাঠের বাইরে ছিলেন নেইমারও। তখনই জড়িয়ে পড়েছিলেন নতুন সম্পর্কে।
হেলেনার জন্মের পর কিছু নাটকও হয়েছে। নেইমার প্রথমে ডিএনএ টেস্ট চেয়েছিলেন। পরে সেটা হয়েছিল কি না, তা আর জানা যায়নি। আর অ্যামান্ডার সঙ্গেও এখন কোনো সম্পর্ক নেই নেইমারের।
এমনকি সোশ্যাল মিডিয়াতেও একে অন্যকে অনুসরণ করেন না! তবে হেলেনার বাবার দায়িত্ব পালনে কোনো কমতি রাখছেন না নেইমার।
Manual1 Ad Code
Manual2 Ad Code