আজ শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ৬টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস, ৯টি ক্ষতিগ্রস্ত: ইসরায়েল

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০২:২২ অপরাহ্ণ
ইরানে ৬টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস, ৯টি ক্ষতিগ্রস্ত: ইসরায়েল

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ
গত ১৯ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলি শহর বিয়ারশেবার বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে এবং নয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, ‘চিকিৎসা ও জীববিজ্ঞানের’ বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য বছরের পর বছর ধরে করা কাজ নষ্ট হয়ে গেছে।
প্রতিবেদন অনুসারে, প্রধান ক্যাম্পাসের ৩০টি ভবনের পাশাপাশি শ্রেণীকক্ষ, শিক্ষাদান পরীক্ষাগার এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের কক্ষও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এখনো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে।
গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান।
২২ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে, তারা মার্কিন প্রস্তাবে রাজি।
 পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।